আপনজন ডেস্ক: মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সিস্টেমে ঢুকে পড়ে তাদের গোপন নথি ও মানচিত্র হাতিয়ে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের একটি হ্যাকার দল।রোববার (১১ ফেব্রুয়ারি), হ্যাকিং গ্রুপ আল-তুফান (ফ্লাড) নামের দলটি বাহরাইনে মোতায়েন মার্কিন পঞ্চম নৌবহরের বিরুদ্ধে অভিযান চালায়। এই বহরের কারণ পশ্চিম এশিয়ায় সমুদ্র পথে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।হ্যাকার দলটি জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির অনলাইনের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ছবি এবং মানচিত্র-সমেত নথির দখল নিয়েছে।সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, এসব নথির একটি ছোট অংশ প্রকাশ করে হ্যাকার দল জানিয়েছে, ‘আমাদের কাছে যা আছে তা অনেক বেশি, যারা আমেরিকানদের দুষ্ট চক্রের সঙ্গে জড়িত রয়েছে তারা আরও বেশি হামলার শিকার হবে। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন হ্যাকিং করা হয়েছে।গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা এবং সহিংসতা এবং এসবের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের কারণে গোটা পশ্চিম এশিয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে যাদের বেশিরভাগ নারী এবং শিশু।এর আগে ২০১৮ সালের জুনে চীনা হ্যাকারদের হামলায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে জড়িত একটি বেসরকারি প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছিল। ওই সাইবার হামলায় বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাছ থেকে চুরি হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্পর্শকাতর গোপন তথ্য। চুরি হওয়া ওই বিপুল পরিমাণ তথ্য যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজ সংক্রান্ত পরিকল্পনার সঙ্গে জড়িয়ে ছিল। মার্কিন ডুবোজাহাজের জন্য শব্দের চাইতে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির গোপন পরিকল্পনার তথ্য ছিল সেখানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct