এম মেহেদী সানি,কলকাতা,আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয় অফলাইনে সেমেস্টার পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল সোমবার। আর তার পরেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়ে জোরকদমে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিল। সেই সঙ্গে আলিয়ার উপাচার্য আবু তাহের কামরুদ্দিন পড়ুয়াদের প্রতি বার্তা দিলেন, ছাত্র-ছাত্রীরা ভালো করে পড়াশোনা করুক, ভালো করে পরীক্ষা দিক। উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা শুধু প্রায় ১০ দিন পিছিয়ে দেওয়া হয়নি পরিবর্তন আনা হয়েছে পরীক্ষার ধরনেও। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে ২২শে মার্চ ১৮ তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৩শে মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ প্রকাশ করে পরীক্ষার নতুন সূচি এবং নিয়ম প্রকাশ করেছে। নয়া নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা শুরুর তারিখ ৬ ই জুন পূর্বের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭শে মে থেকে অফলাইনে। কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে ডেপুটেশন, অবস্থান-বিক্ষোভ, আমরণ অনশন শুরু করে। পাশাপাশি অনলাইনে পরীক্ষা না হলে, আলিয়ার পড়ুয়ারা পরীক্ষা বয়কট করার হুঁশিয়ারি দেন। যদিও অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব হয় কিনা, তা বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পড়ুয়াদের আশ্বস্ত করেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের দাবি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। আলিয়া বিশ্ববিদ্যালয় সেমিস্টার পরীক্ষার নতুন নির্দেশিকা অনুযায়ী ১০০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে ২০ শতাংশ নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন, ৪০ শতাংশ নম্বর অফলাইন লিখিত পরীক্ষা এবং ৪০ শতাংশ নম্বর এর জন্য অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। ৭৫ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে ১৫ শতাংশ নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন, ৩০ শতাংশ নম্বর অফলাইন লিখিত পরীক্ষা এবং ৩০ শতাংশ নম্বর এর জন্য অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। ৫০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে ১০ শতাংশ নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন, ২০ শতাংশ নম্বর অফলাইন লিখিত পরীক্ষা এবং ২০ শতাংশ নম্বর এর জন্য অ্যাসাইনমেন্ট জমা করতে হবে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবু তাহের কামরুদ্দিন আপনজন প্রতিনিধিকে বলেন “ছাত্র-ছাত্রীদের বলব তারা পড়াশোনা করুক ভালো করে পরীক্ষা দিক আগামী দিনে তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে তারা লক্ষ্য রাখুক। একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে আমরা আলোচনার মাধ্যমে, যেটা ছাত্র-ছাত্রীদের ভালো হবে সেটা আমাদের একাডেমিক কাউন্সিল এবং আমার সহকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলব তারা এবার মাথা ঠান্ডা রেখে পরবর্তী পরীক্ষা গুলো দিক ভালো ফল করুক এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক এটাই আমি কামনা করি।” মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সম্পাদক মাসুুদুর রহমান বলেন “আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষাী দাবিতে ৬ মে ডেপুটেশন ও একদিনের বিক্ষোভ কর্মসূচি করে, কিন্তু তাতে কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। অবশেষে সমস্ত ছাত্র-ছাত্রী সম্মিলিতভাবে পাকসার্কাস ক্যাম্পাসে অবস্থান-বিক্ষোভ শুরু করে ১৭ মে থেকে কর্তৃপক্ষ সঙ্গে ছাত্র-ছাত্রীদের বেশ কয়েকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। শেষমেশ ২৩ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ প্রকাশ করে সেই নোটিশে পরীক্ষার ব্যাপারে সময় পরিবর্তন করে ২৭মে থেকে পিছিয়ে ৬ জুন করা হয়েছে। এই নোটিশ প্রকাশিত হওয়ার পর নিউটাউন ক্যাম্পাসে অনশনরত ছাত্র ছাত্রীরা অনশন শেষ করে এবং সমস্ত ছাত্র-ছাত্রীরা এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আন্দোলন তুলে নেয়। সাথে সাথে ছাত্র-ছাত্রীরা পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct