আপনজন ডেস্ক: দেশের পরিস্থিতি বুঝে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস তাদের কৌশল বদলাতে শুরু করেছে। বিশেষ করে, মুসলিমরা যাতে না ভাবে আরএসএস তাদের শত্রু এই মনোভাব তৈরি করতে আরএসএস তাদের সংখ্যালঘু সম্পর্কিত সংগঠন ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’কে ময়দানে নামাতে চলেছে। এবার গ্রামে গ্রামে যাতে আরএসএসের এই সংগঠন যোগসূত্র রাখে তার পরিকল্পনা করেছে। মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকূটে আরএসএসসের পাঁচ দিনের বৈঠক মঙ্গলবার শেষ হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করার জন্য নয়া কৌশল তৈরি করা। সেই পরিকল্পনা অনুসারে আরএসএস মুসলমানদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে এবং আরএসএসে যাতে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বেশি হয় তার চেষ্টা চালানো হবে। এ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, যারা বলবে মুসলিমরা এদেশে থাকবে না এবং যারা গোরক্ষার নামে মুসলিমদের আক্রমণ করে তারা প্রকৃত হিন্দু নয়।
তবে, সূত্রের খবর উত্তরপ্রদেশের চিত্রকুট বৈঠকে পরিকল্পনা নেওয়া হয়েছে আরএসএস কর্মীরা এবার গ্রামে গ্রামে পৌঁছে যাবেন। সেখানে মুসলিমদের সঙ্গে সংযোগ স্থাপন করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আরএসএসের গ্রহণযোগ্যতা বাড়াতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আরএসএসের প্রধান মোহন ভগত হিন্দুদের আরএসএসে মুসলমানদের সাথে যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। এ জন্য মুসলিম জনবসতিগুলিতে শাখা খোলার বিষয়েও আলোচনা হয়েছিল।
এর আগে মোহন ভাগবত যেভাবে বলেছিলেন হিন্দু ও মুসলমানের 'ডিএনএ' এক এবং ভারতকে বিম্ব শক্তি হিসাবে গড়ে তুলতে হিন্দু ও মুসলমানদের একত্র হয়ে কাজ করা উচিত, তার প্রতিফলন পাওয়া গেল এই সম্মেলনে। তাই আরএসএসের সভায় মুসলিম জনবসতিগুলিতে ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’-এর শাখা স্থাপন করার কথা বলা হয়েছে। সংঘ প্রচারক ইন্দ্রেশ কুমার প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মুসলিমদের আরএসএস সম্পর্কে ভুল ধারণা দূর করার চেষ্টা করছে বলে দাবি করেছে।
তবে, সংঘের এই প্রচেষ্টার মধ্যে সংখ্যালঘু মহল অন্য অভিসন্ধি সন্দেহ করছে। এক শ্রেণির সংখ্যালঘু বলতে শুরু করেছেন, মুসলিম প্রধান এলাকায় সংঘ শাখা স্থাপন করারর নামে মুসলিমদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করাই তাদের মূল উদ্দেশ্যে। এর ফলে, সাম্প্রদায়িক অশান্তি দেকা দিলে খুব দ্রুত বেছে বেছে মুসলিম সম্পত্তি ধ্বংস করতে সহায়ক হয়ে উঠবে। দিল্লির দাঙ্গার অভিজ্ঞতা দিয়ে মুসলিম গ্রামে আরএসেএসের প্রবেশের মধ্যে সিঁদুরে মেঘ দেখছে সংখ্যালঘুদের একাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct