লিয়াকত হোসেন , হায়দরাবাদ, আপনজন: জামাআতে ইসলামি হিন্দের তিন দিন ব্যপী”অল ইন্ডিয়া আরকান ইজতেমা” ( সর্ব্বভারতীয় সদস্য সম্মেলন) শুরু হল হায়দরাবাদের ওয়াদিয়ে হুদার পাহাড়ি শরীফ রোডে, শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে। শুরু হয় কেন্দ্রীয় সম্পাদক, মওলানা মহিউদ্দিন গাজীর দারসে কোরআন দিয়ে (কুরআন পাঠ তার ব্যাখ্যা দিয়ে)! উদ্বোধনী বক্তব্য পেশ করেন নাজিমে ইজতেমাআব্দুল জব্বার সিদ্দিকি। আমীরে জামাআত সাদাতুল্লাহ হোসাইনি কর্মীদের উদ্দশ্যে তাঁর বক্তব্যে বলেন, আজ সারা পৃথিবী জুড়ে চলছে জুলুম নিষ্পেষণ। ফিলিস্তিনের ওপর যে জুলুম, অত্যাচার চলছে তা হালাকু খানের অত্যাচারকে ম্লান করে দিয়েছে। তিনি আরও বলেন আমাদের দেশেও বে-ইনসাফী, জুলুম চলছে। এক শ্রেণীর মানুষ সেই জুলুমের শিকার, আর এক শ্রেণী তারা নীরব থাকে, আর এক শ্রেণী জুলুমকে উৎসাহ দেয়। জামাআতে ইসলামি হিন্দ এই মীকাতে জুলুমকে প্রতিহত করে ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংগ্রাম চালাবে। তিনি ফিলিস্তিনের শহীদদের জন্য মাগফেরাত কামনা করেন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে নারী পুরুষ মিলিয়ে ১৫ হাজার জামায়াত সদস্য সম্মেলন উপস্থিত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct