মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলার বাড়ি’ অনুমোদন দেওয়া শুরু করল বর্ধমান পৌরসভা। আর এই বাড়ি তৈরী করতে গিয়ে কোন নেতা, ছোট নেতা, বড় নেতা, অভিনেতা কে এক টাকাও দেবেন না। কেউ টাকা চাইলে তার নামে বর্ধমান পৌর সভাতে অভিযোগ করুন বলে উপভক্তাদের সর্তক করে দেন পৌর উপ-প্রশাসক আইনুল হক।
তিনি আরো বলেন, পৌরসভায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৪০০টি বাড়ির অনুমোদন জমা পরেছিল। তার মধ্য মহকুমা শাসকের তত্তাবধানে পৌরসভা চলার সময় ৬২টি অনুমোদন দেওয়া হয়েছিলো। বাকি থাকা বাড়ির গুলির অনুমোদন এই মাসের মধ্যেই দিয়ে দেবে পৌর প্রশাসক মন্ডলি।নতুন করে ২১০০ টি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct