আপনজন ডেস্ক: মোজাম্বিকের ক্ষমতাসীন দলের প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রায় অর্ধ শতাব্দী ধরে ক্ষমতায় থাকা ফ্রেলিমো দলের চ্যাপো ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছে বলে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন (সিএনই) জানিয়েছে।
যদিও বিরোধী দল ভোট কারচুপির দাবি করেছে। ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা এ দলই ফের বিজয়ী হলো।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে এক কোটি ৭০ লাখেরও বেশি ভোটার নিবন্ধিত ছিলেন। তবে ভোট পড়েছে ৪৩ শতাংশ। সিএনই অনুসারে, ড্যানিয়েল চ্যাপোর প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ভেনানসিও মন্ডলেন ২০ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে এক সময়ের প্রধান বিরোধী দল রেনামোর প্রার্থী ওসুফো মোমাদে পাঁচ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে আছে।
ফ্রেলিমো পার্লামেন্টে ২৫০টি আসনের মধ্যে ১৯৫টি আসন জিতেছে। বিরোধী ভেনানসিও মন্ডলেনের দল পেয়েছে ৩১টি আসন। রেনামো দল পেয়েছে ২০টি আসন। ফ্রেলিমো সব প্রাদেশিক নির্বাচনেও জয়লাভ করেছে।
চ্যাপো বিজয়ী ভাষণে বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধার জন্য এতক্ষণ নীরব ছিলাম। আমরা একটি সংগঠিত দল যারা তাদের বিজয়ের জন্য প্রস্তুত।’ আনুষ্ঠানিক ফল অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার দেশটিতে ক্ষমতাসীন দলের প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে ৯ অক্টোবর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৪৭ বছর বয়সী চ্যাপো আনুষ্ঠানিকভাবে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার দেশটির দায়িত্ব নেবেন এবং স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী মোজাম্বিকের প্রথম রাষ্ট্রপতি হয়ে উঠবেন।
পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় আছে ফ্রেলিমো।
গভর্নিং ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ মোজাম্বিক পার্টি বা ফ্রেলিমো ক্ষমতায় থাকার মেয়াদ এরই মধ্যে ৪৯ বছরে পড়েছে। দলটি বিদ্রোহী গোষ্ঠী রেনামোর বিরুদ্ধে ১৫ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত হয়েছিল, পরে রেনামো প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct