আপনজন ডেস্ক: ইসলামের পবিত্র ভূমি কাবা শরীফে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কাবার আশপাশ ও সেখানকার আকাশ নীল আকার ধারণ করেছিল, যা দেখে চোখ জুড়িয়েছে সেখানে উপস্থিত মুসল্লিদের।কাবাভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সকালের স্নিগ্ধতায় অপূর্ব রূপ ধারণ করেছে কাবা ও আশপাশের অঞ্চল। অন্য সময় কাবা লোকে লোকারণ্য থাকলেও সকাল বেলা এটি প্রায় খালি ছিল। ঐ সময় সেখানে অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল। যা মনে হচ্ছে, তারা হয়ত পবিত্র কোরআন শরীফ পাঠ করছিলেন। সকালে এমন সুন্দর দৃশ্যের পর কাবা ও আশপাশে বৃষ্টি ঝরে। তবে বৃষ্টিও মুসল্লিদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। হাজার হাজার মুসল্লি রমজানের অন্যান্য দিনের মতো কাবায় এসে ভিড় করেন। গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে। রমজানের শুরু থেকেই কাবাতে প্রতিদিন লাখ লাখ মানুষ নামাজ ও ওমরাহ করতে এসেছেন।রমজানের প্রথম ১৫ দিনে কাবায় অন্তত ৮০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছিলেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরো বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct