আপনজন ডেস্ক: নাগরিক অস্থিরতায় বিধ্বস্ত ক্যারিবিয়ান দেশ হাইতিতে অপরাধীচক্রগুলো সহিংসতা সৃষ্টি এবং যৌন নির্যাতনের লক্ষ্যে শিশুদের নিয়োগ করছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি অনুমান করছে, হাইতিতে ১০ লক্ষাধিক শিশু সশস্ত্র গ্যাং নিয়ন্ত্রিত বা তাদের প্রভাবাধীন এলাকায় বাস করে। তরুণদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে ‘মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে নিন্দা করেছে সংস্থাটি।
প্রতিবেদনে ১৪ জন হাইতিয়ান শিশুকে তুলে ধরা হয়েছে। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও পুলিশের ওপর গুপ্তচরবৃত্তি করার পাশাপাশি যানবাহন সরবরাহ বা মেরামত করার মতো কাজে গ্যাংগুলো তাদের নিয়োগ করেছে।
অ্যামনেস্টি জানিয়েছে, আশেপাশের এলাকায় গ্যাং আক্রমণ বা গোষ্ঠীগুলোর এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার পরে মেয়েরাও অপহরণ, ধর্ষণ এবং অন্যান্য যৌন নির্যাতনের শিকার হয়।
প্রতিবেদনে দলবদ্ধ ধর্ষণের শিকার ১০ জন মেয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। দেশটিতে গর্ভপাত অবৈধ বলে তাদের গর্ভপাতের জন্য অনিরাপদ পদ্ধতি অবলম্বন করতে হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct