আপনজন ডেস্ক: বছর শেষে সুখবর। রাজ্য সরকারের অধীনস্থ ‘কর্মবন্ধু’ দের ভাতা বাড়ানো হল। বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ, এবার থেকে মাসে ৩ হাজারের বদলে ৫০০০ টাকা করে ভাতা পাবেন ‘কর্মবন্ধু’রা। এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি তাঁরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া কাঠামো কার্যকর হচ্ছে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে। সেই হারে পরবর্তীতে তাঁদের ভাতা দেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাতে উল্লেখ, ‘কর্মবন্ধু’রা মূলত সাহায্যকারী হিসেবে কাজ করেন। সাফাইকাজ কিংবা নৈশপ্রহরী হিসেবে তাদের কাজের সুযোগ রয়েছে। ২০১৮ সালে তাঁদের ভাতা ছিল মাসে ৩০০০ টাকা। এবার ৬ বছর পর ‘কর্মবন্ধু’দের ভাতা বৃদ্ধি হল। এবার থেকে তারা মাসে পাবেন ৫ হাজার টাকা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর হচ্ছে। অর্থাৎ এখন তাঁদের যে বেতন দেওয়া হবে, তার সঙ্গে আগের দুমাসের বাড়তি ভাতা যোগ করে দেওয়া হবে। ২০১৮ সাল থেকে একই হারে ভাতা মিলছিল এতদিন। এখন ভাতাবৃদ্ধির এই বিজ্ঞপ্তি দেখে স্বভাবতই খুশি ‘কর্মবন্ধু’রা। এতদিন বাদে ভাতা বৃদ্ধিতে কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তাঁরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct