আপনজন ডেস্ক: মুঘল আমলের কাঠামো সাদা করার অনুমতি চেয়ে মসজিদ পরিচালনা কমিটির আবেদনের শুনানিতে মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট সম্ভল জামা মসজিদকে “বিতর্কিত স্থান” হিসাবে উল্লেখ করতে সম্মত হয়েছে। হিন্দু পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে শাহী মসজিদকে ‘বিতর্কিত কাঠামো’ হিসেবে উল্লেখ করতেও স্টেনোগ্রাফারকে নির্দেশ দিয়েছে আদালত। ষোড়শ শতাব্দীর স্মৃতিস্তম্ভটির মালিকানা আইনি বিষয় হয়ে ওঠে, হিন্দু মন্দির ভেঙে ফেলে মসজিদ নির্মাণের অভিযোগ করা হয়। আদালতের নির্দেশে সম্ভল মসজিদে এএসআইয়ের সমীক্ষাকে ঘিরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয়। তাতে বেশ কয়েকজন মারাও যান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি রিপোর্টের বিরোধিতা করে মসজিদ কমিটির দায়ের করা আবেদনের শুনানি চলছিল হাইকোর্টে। অ্যাডভোকেট হরি শঙ্কর জৈন আর্জিতে বলেন, ১৯২৭ সালের চুক্তি অনুসারে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য দায়বদ্ধতা এএসআই-এর।
রায় দেওয়ার সময় অ্যাডভোকেট জৈন বেঞ্চকে মসজিদটিকে একটি “বিতর্কিত কাঠামো” হিসাবে উল্লেখ করার অনুরোধ করেছিলেন এবং আদালত তাতে সম্মত হয়েছে বলে জানিয়েছে। এরপরে বেঞ্চ স্টেনোগ্রাফারকে মসজিদের জন্য “বিতর্কিত কাঠামো” শব্দটি ব্যবহার করার নির্দেশ দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct