নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: আন্দোলন প্রত্যাহার করে নিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । হস্টেলের সীট বৃদ্ধি, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ একাধিক দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে আলিয়ার নিউ টাউন ক্যাম্পাসে বিক্ষোভ আন্দোলন শুরু করে কিছু শিক্ষার্থী । আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখেতে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে মনিটরিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ মনিটরিং কমিটির সঙ্গে একাধিক বার আলোচনা হয় শিক্ষার্থীদের । অবশেষে শুক্রবার দুপুরে আন্দোলন প্রত্যাহার করলেন শিক্ষার্থীরা ৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিকে সংখ্যালঘু মহলের একাংশ স্বীকৃতি দিলেও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে এবং আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের সদর্থক ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই ৷
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম ‘আপনজন’কে জানান, ‘অনশনরত শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখতে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে একটি মনিটরিং কমিটি গঠন করা হয় ৷ শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ছিল মেডিকেল টিমও ৷ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের মনিটরিং টিম নিরন্তর যোগাযোগ রেখেছিল ৷ পর্যায়ক্রমে উভয় পক্ষের আলোচনার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছে ৷ আমরা সৌহার্দ্যপূর্ণভাবে পুরো বিষয়টি নিষ্পত্তি করেছি । যে বা যারা কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমরা শিক্ষার্থীদের প্রতি যত্নবান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct