আপনজন ডেস্ক: বৃহস্পতিবার কেন্দ্র হিংসা কবলিত জিরিবাম জেলা সহ মণিপুরের ছয়টি থানা এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) পুনরায় জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, চলমান জাতিগত সহিংসতার ফলে সৃষ্ট “ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি” বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মণিপুর পুলিশ যেদিন জিরিবাম ও চূড়াচাঁদপুর জেলা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করার কথা ঘোষণা করেছে, সেদিনই আফস্পা পুনর্বহালের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি এল।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার জিরিবাম জেলার চম্পানগর, নারায়ণপুর ও থাংবোইপুঞ্জরে এলাকা ঘিরে ও তল্লাশি অভিযানের সময় একটি দুই ইঞ্চি মর্টার, ৩৬টি তাজা ব্যারেল কার্তুজ এবং পাঁচটি খালি ব্যারেল কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, চুরাচাঁদপুর জেলার এইচ কোটলিয়ান গ্রাম থেকে একটি .৩০৩ রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, দু দুটি দূরপাল্লার দেশীয় তৈরি কামান, পাঁচটি একে-৪৭ তাজা গুলি, ১৮টি .৩০৩ রাইফেল মডিফাইড লাইভ রাউন্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct