সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় গ্রামের কৃতী আদিবাসী ছাত্রীকে তৃণমূলের তরফে সংবর্ধনা দেওয়া হল বীরভূমের গ্রামে।রাজনগর ব্লকের খাসবাজার গ্রামের তনুশ্রী হেমরম রাজনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছে। প্রত্যন্ত গ্রামের মেধাবী তনুশ্রী হেমরম অভাব অনটনের মধ্য দিয়েও তার এই কৃতিত্ব রাজনগরবাসীকে গর্বিত করেছে। আজ শুক্রবার রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তনুশ্রী হেমরম কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে স্বভাবতই খুশি তনুশ্রী হেমরম। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু,রাজনগর অঞ্চল তৃণমূল সভাপতি পরিমল সাহা, তৃণমূল নেতা গাফফার খান আদিত্য সাহা, সেখ কাবুল সহ অন্যান্যরা।