আপনজন ডেস্ক: গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোটার তালিকায় কারচুপি রুখতে তৃণমূল কংগ্রেস এক বৈঠক করে। ওই বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ ই মার্চ সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বিকেল চারটে নাগাদ ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন। ওই ভার্চুয়াল বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে যুক্ত হতে বলা হয়। ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকের সেই দিনক্ষণ প্রথমে পিছিয়ে ১৬ মার্চ করা হয়েছিল। কিন্তু রবিবার তৃণমূল সূত্রে জানা গেছে ওই বৈঠক পুরনো তারিখ ১৫ মার্চেই অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল চারটেয় ভার্চুয়ালি এই বৈঠক পরিচালনা করবেন তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ। তৃণমূল সূত্রের খবর, দলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, হোলি ও দোল উৎসবের কারণে বৈঠক ১৬ তারিখ করা হবে কিন্তু শেষ পর্যন্ত ১৫ তারিখই বৈঠকের দিন চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে ‘ভূতুড়ে’ ভোটারের প্রসঙ্গ উত্থাপন করেন। রাজ্যের বহুই জায়গায় এ রাজ্যের বাসিন্দাদের একই এপিক নম্বর মহারাষ্ট্র, গুজরাতের বাসিন্দাদের এপিক নম্বর হওয়ায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ আনেন। মমতার এই অভিযোগ তোলার পর অবশেষে নির্বাচন কমিশন ঘোষণা করে, একই এপিক নম্বর আর ইস্যূ করা হবে না। প্রত্যেকের ভিন্ন এপিক নম্বর হবে। অন্যদিকে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুব্রত বক্সির নেতৃত্বে ভোটার তালিকা সংক্রান্ত জেলা ভিত্তিক যে কমিটি গঠন করা হয়েছিল তা স্থগিত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct