নিজস্ব প্রতিবেদক , নদিয়া, আপনজন: উৎসবের মধ্যেই চলে যেতে হল শান্তিপুর শহরের রামনগর মাঠপাড়া এলাকার তরতাজা যুবক সুমন দাস কে। পেশায় হোটেল সেফ হিসাবে ভিন রাজ্যে কাজ করতেন তিনি। উৎসবের জন্যই শান্তিপুরে আসা। গত ৩রা নভেম্বর কালী পুজোর ভাসান দেখে মোটরসাইকেল চালিয়ে রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ডাকঘরের দিক থেকে একাই বাড়ি ফিরছিলেন সে। পথে গোভাগার মোড়ের কিছুটা আগে দলবদ্ধ ভাবে থাকা যুবকদের সাথে সামান্য ধাক্কা লাগার কারণেই হোক কিংবা অন্য বিষয়ে কটুক্তির কারণে তার সাথে বচসা বাঁধে । এরপর তাদের হাত থেকে মুক্তি পেতেই জোরে মোটরসাইকেল চালায়। কিন্তু পথের ধারে পড়ে থাকা ইট ছুড়ে মারলে সে পড়ে যায় । গোভাগার মোড় এলাকায় এরপর ওই দুষ্কৃতীদের অমানবিক আঘাতে গুরুতর আহত হন সে।পথ চলতি সাধারণ মানুষ এবং শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাকে ভর্তি করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে শক্তিনগর হয়ে কলকাতা এন আর এস এবং তার পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন সে।তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে রবিবার সন্ধ্যায় মারা যায় সে । এরপর ময়নাতদন্ত করার পর দেহ এসে পৌঁছায় শান্তিপুরে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ অনুযায়ী সুভাষ সাহা, রাকেশ শেখ এবং চাঁদু শেখ নামে তিন যুবককে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct