আপনজন ডেস্ক: গরু পরিবহণের দায়ে বহু মুসলিমদের পিটেয় মেরেছে গোরক্ষকরা এমন বহু দৃষ্টান্ত আর কারও অজানা নয়। এবার ট্রাকে করে গরু পরিবহণের দায়ে গোরক্ষকদের হাতে প্রহৃত হলেন শিখ ট্রাক চালক। পাঞ্জাবের মানসা শহরে গোরক্ষকরা সম্প্রতি গরু পরিবহনের অভিযোগে এক শিখ ট্রাক চালককে লাঞ্ছিত করেছে। হামলাকারীরা কেবল চালককে নির্মমভাবে লাঞ্ছিত করেনি, তার পাগড়ি ছিনিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, শিখ চালককে মুসলিমদের নামে নানা গালিগালাজও করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া চড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভিজিল্যান্টরা চালকের মুখোমুখি হচ্ছেন, তকে হেনস্থা করছেন এবং গালিগালাজ করছেন। হিন্দুত্ববাদী সংগঠনটিকে বলতে শোনা যায়, ‘কি মা গয়ি হোগি মুসলমান কে পাস?? তেরা পাপা মোল্লা থা কেয়া”। তাকে “মুসলমানদের বংশধর” বলে অভিহিত করে।
রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীদের শিখ চালককে চড় মারতে এবং তার পাগড়ি খুলে ফেলতে দেখা গেছে। একই দিনে গুজরাটের মহেসানা শহরে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেখানে তিন মুসলিম ব্যক্তি একটি গ্রামের মধ্য দিয়ে গরু পরিবহনের সময় গো-রক্ষকদের নৃশংস সহিংসতার মুখোমুখি হয়েছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ১০ থেকে ২০ জনের একটি দল ওই ব্যক্তিদের উপর নৃশংসভাবে হামলা চালায় এবং বড় বড় কাঠের গুঁড়ি দিয়ে পেটায়। যুবকদের করুণা প্রার্থনা করতে দেখা যায় যখন ব্যক্তিরা তাদের আক্রমণ চালিয়ে যায়। এই ঘটনাগুলি বিজেপি শাসিত রাজ্যগুলিতে গোরক্ষার প্রচেষ্টার সাথে যুক্ত গণহিংসার উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করেছে। দেখা গেছে বজরং দলের সদস্যরা দেশজুড়ে এই ধরনের ঘৃণ্য অপরাধের বেশ কয়েকটি ঘটনায় জড়িত। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীর বিরুদ্ধে আন্তঃধর্মীয় বিয়ে বন্ধ, ভ্যালেন্টাইনস ডে উদযাপনকারী দম্পতিদের হয়রানি এবং এমনকি ধর্মান্তরকরণের অভিযোগ এনে ভারতীয় খ্রিস্টানদের ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct