নিজস্ব প্রতিবেদক, করণদিঘী, আপনজন: ডালখোলা থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের পূর্ণিয়া মোড়ে নাকা চেকিংয়ের সময় একটি টোটো থেকে ৫০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ ও আবগারী দপ্তর। গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার সকালের দিকে এই অভিযান চালানো হয়। টোটোর চালক নাকা চেকিংয়ে ধরা পড়ার ভয়ে টোটোটি ফেলে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, টোটোর সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় মদের বোতলগুলো উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই মদগুলি অবৈধভাবে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে টোটো চালককে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তার খোঁজে অভিযান শুরু হয়েছে। এই ধরনের অবৈধ মদ পাচারের ঘটনা এলাকায় নতুন নয়, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই পাচারের ছক ভেস্তে গেছে।
এলাকাবাসী পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন এবং অবৈধ মদ পাচারের বিরুদ্ধে এমন অভিযানকে সমর্থন জানিয়েছেন। ডালখোলা থানা এলাকার নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct