আপনজন: সম্প্রতি মুখ্যমন্ত্রী বীরভূম জেলায় অবৈধভাবে কয়লা, বালি পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জেলা পুলিশ প্রশাসন এনিয়ে অবৈধভাবে পাচারের উপর জোর নজরদারি চালাতে শুরু করেন। সেই প্রেক্ষিতে প্রায় প্রতিদিন জেলার কোনো না কোনো থানায় ধরা পড়ছে অবৈধ কয়লা বালি ভর্তি গাড়ি সহ পাচারকারীরা। সেরূপ বুধবার খয়রাশোল থানার পুলিশ টহলরত অবস্থায় পাঁচটি মোষের গাড়ি সহ একব্যক্তিকে আটক করে। বাকিরা পুলিশ দেখা মাত্রই গাঢাকা দেয়।
জানা যায় পুলিশ টহলরত অবস্থায় স্থানীয় থানার বনপাতরা গ্রাম সংলগ্ন এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই পাঁচটি মোষের গাড়ি ও ১জন গাড়ির চালককে আটক করে। আটককৃত গাড়ির মধ্যে প্রায় কুড়ি টন কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধৃতকে এদিন বুধবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct