আপনজন ডেস্ক: ইংল্যান্ডের পূর্ব উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে উভয় জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর বড় ধরনের উদ্ধার অভিযান চালিয়ে অন্তত ৩২ জন আহতকে তীরে আনা হয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ও কোস্ট গার্ড এজেন্সির একজন মুখপাত্র সোমবার জানান, দুর্ঘটনাটি ইস্ট ইয়র্কশায়ারের উপকূলে ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দুর্ঘটনাস্থল থেকে আগুন ও ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলীর ছবি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান নির্বাহী মার্টিন বোয়ার্স জানান, অন্তত ৩২ জনকে উদ্ধার করে তীরে আনা হয়েছে, তবে তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলটি আমাদের থেকে প্রায় ১০ মাইল দূরে, তাই সরাসরি দেখতে পারিনি। তবে উদ্ধারকারী নৌযানগুলোকে আহতদের নিয়ে আসতে দেখেছি।’
প্রথমে একটি উইন্ডক্যাট ৩৩ নৌযানে ১৩ জন ও পরে আরো ১৯ জনকে হারবার পাইলট বোটে করে আনা হয় জানিয়ে মার্টিন আরো বলেন, ‘আমাকে বলা হয়েছে, সেখানে বিশাল একটি আগুনের গোলা দেখা গেছে।’
গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৪৮ মিনিটে সংকেত পাওয়ার পর ব্রিটিশ কোস্ট গার্ড একটি হেলিকপ্টার, ফিক্সড-উইং বিমান, উদ্ধারকারী নৌযান ও অগ্নিনির্বাপণ সক্ষমতাসম্পন্ন জাহাজ দুর্ঘটনাস্থলে পাঠায়।
এ ছাড়া তিনটি উদ্ধারকারী নৌযান কোস্ট গার্ডের সঙ্গে মিলে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
উদ্ধার অভিযানে কাজ করা রয়াল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) জানিয়েছে, ‘অনেকেই জাহাজ দুটি ত্যাগ করেছে’ এবং সংঘর্ষের ফলে উভয় জাহাজে আগুন ধরে যায়।
সুইডিশ ট্যাংকার কম্পানি স্টেনা বাল্ক নিশ্চিত করেছে, দুর্ঘটনার শিকার তেলবাহী ট্যাংকারটি তাদের মালিকানাধীন এবং এটি যুক্তরাষ্ট্রভিত্তিক মেরিটাইম কম্পানি ক্রাউলি পরিচালনা করছিল।
পাশাপাশি ট্যাংকারে থাকা ২০ জন ক্রু সদস্যের সবাইকে খুঁজে পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা।
অন্যদিকে দুর্ঘটনার শিকার কার্গো জাহাজটির নাম ‘সোলং’ বা ‘সো লং’ বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যা জার্মান কম্পানি রেডেরেই কোপিংয়ের মালিকানাধীন।
সংঘর্ষস্থলের নৌপথটি ব্রিটেনের উত্তর-পূর্ব উপকূলের বন্দর থেকে নেদারল্যান্ডস ও জার্মানিতে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। জাতিসংঘের শিপিং সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct