আপনজন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক উদ্ধারকর্মী নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বালবেক-হারমেলের গভর্নর বশির খোদর বলেন, ১০ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। অন্যদের এখনো শনাক্ত করা যায়নি।তিনি জানান, হামলায় বাকি পাঁচজন টুকরো টুকরো হয়ে গেছে। সে অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হবে।লেবাননের নিহত বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে গোষ্ঠী হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই। তারা যুদ্ধবিধ্বস্ত দেশে কেবল গুরুত্বপূর্ণ উদ্ধার ও চিকিৎসা পরিষেবা সরবরাহ করে।এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় মাজেহ এলাকা এবং কুদসায়ারের শহরতলীতে ইসরায়েলের অন্তত দুটি বিমান হামলায় ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে। ঘটনাস্থলে থাকা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক সাংবাদিক জানিয়েছেন, বেসমেন্টে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct