আপনজন ডেস্ক: একটি আবাসিক স্কুল থেকে শিক্ষিকাসহ ১৪০জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি ও মুক্তিপণ আদায় করতে প্রায়ই হামলা চালায়। এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল-কলেজে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে। বন্দুকধারী হামলাকারীরা কাদুনা রাজ্যের বেথেল বপটিস্ট উচ্চ বিদ্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে আকাশে ফাঁকা গুলি ছুড়ে ও নিরাপত্তা কর্মীদের পরাস্ত করে সেখানে আবাসিক হলে থাকা ১৬৫ শিশুর বেশিরভাগকে অপহরণ করে নিয়ে যায়। ওই স্কুলের শিক্ষক ইমানুয়েল পলকে বলেন, ‘অপহরণকারীরা ১৪০জন ছাত্রছাত্রীকে নিয়ে যায়। তবে ২৫ ছাত্র তাদের কবল থেকে পালাতে সক্ষম হয়। এসব ছাত্রছাত্রীকে কোথায় রাখা হয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি।’ কাদুনা রাজ্য পুলিশ মুখপাত্র মুহাম্মাদ জলিগ এ হামলার খবর নিশ্চিত করেছেন। তবে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া শিশুর সংখ্যার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। এ অপহরণ ঘটনার পর ‘অপহরণকারীদের গ্রেফতারে ওই অঞ্চলে কৌশলগত পুলিশ টিম পাঠানো হয়েছে। পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। ২৬ জনকে নিরাপদে উদ্ধার করেছে। এদের মধ্যে এক মহিলা শিক্ষক রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct