আপনজন: দুই শিশুকে বাঁচাতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক শিক্ষক। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কুলতলি নারায়ণতলা বাসন্তী হাইওয়েতে। গুরুতর জখম শিক্ষকের নাম নিরুপম মন্ডল।অন্যান্য শিক্ষকরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ,বাসন্তীর সোনাখালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের চার জন শিক্ষক স্কুল ছুটির পর অটোয় চেপে ক্যানিংয়ে ফিরছিলেন।কুলতলির নারায়ণতলা এলাকায় চলন্ত অটোর সামনে রাস্তার উপর চলে আসে দুই শিশু।অটো চালক রণজিত সিংহ দুই শিশু কে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন।দুর্ঘটনার কবল থেকে দুই শিশু প্রাণে বাঁচলেও মুহূর্তে অটোটি রাস্তার উপর উল্টে যায়।দুর্ঘটনায় গুরুতর জখম হয় সোনাখালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নিরুপম মন্ডল।অটোচালক ও অন্যান্য শিক্ষকরা গুরুতর জখম অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানে ওই শিক্ষকের চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।ওই শিক্ষকের বাড়ি সোনারপুর এলাকায়।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী শিক্ষক উত্তম মন্ডল জানিয়েছেন, ‘চলন্ত অটোর সামনে আচমকা দুই শিশু চলে আসে। তাদের কে বাঁচানোর জন্য মরিয়া হয়ে প্রাণপন চেষ্টা করেন অটোচালক রণজিত সিংহ।তবে শেষ মুহূর্তে দুজন শিশুর প্রাণ রক্ষা হলেও অটো উল্টে দুর্ঘটনা ঘটে। জখম হয়েছেন শিক্ষক নিরুপম মন্ডল। তাঁকে আমরা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই চিকিৎসার জন্য। তাঁর পা,হাত,কোমর এবং মুখের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct