সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: তৃণমূলের সভায় এসে বজ্রপাতের ঘটনায় মৃত ১ ও জখম কমপক্ষে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে। এদিন তৃণমূলের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক। সভা শুরুর আগেই শুর বৃষ্টি সাথে বজ্রপাত। বৃষ্টি শুরু হতেই সভা স্থল ছেড়ে যে যার নিজের নিজের মত করে আশ্রয় নেয়। অনেকেই আশ্রয় নেয় সভাস্থলের পাশে থাকা একটি বট গাছের তলায়। গাছের ওপর বজ্রপাত ঘটলে সেই গাছের তলায় থাকা প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে এক জনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা। মৃতের নাম সামাদ মল্লিক। বয়স আনুমানিক ৪২ বছর বাড়ি বাতানিয়া গ্রামে। আহত সংখ্যা প্রায় ৫০ জন ছাড়িয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকলের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct