আস মুহাম্মদ কাইফ: মুজফফরনগরের একটি ছোট্ট গ্রামের কৃষক পরিবারের সন্তান মুহাম্মদ তাবিশ পিজিআই চন্ডীগড়-এ গ্যাসট্রোলজিতে দ্বিতীয় স্থান এবং এইমসে ২০২০ সালে তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনিই হবেন মুজাফফরনগরের প্রথম ডিএম গ্যাস্ট্রোলজিস্ট। ২০১৭ সালে নিট-এ অষ্টম স্থান অধিকার করেছিলেন তাবিশ। লখনউয়ের দেশের খ্যাতিমান কিং কিং জর্জ মেডিকেল কলেজে ৮৫ বছরের ইতিহাসে প্রথম স্থান অধিকার করেন তাবিশ। তার গ্রামে মুসলিম যুব সমাজের মধ্যে তাবিশ এখন অনুপ্রেরণা। শহর থেকে সাত কিলোমিটার দূরে নিরানা গ্রামের বাসিন্দা তাবিশ। গ্রামে একজনও ডাক্তার নেই। এখানে গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষকের অভাব। রাস্তা ঘাটেরও বেহাল দশা।
তাবিশ এইমস থেকে এমডিও করেছেন। সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি চণ্ডীগড় থেকে গ্যাস্ট্রোলজিতে ডিএম করেছেন। সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
তাবিশের বাবা মোহতাশিম নিতান্তই একজন সাধারণ কৃষক। তোর আর এক ছেলে ও এক মেয়ে মারহাবা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। দ্বিতীয় পুত্র ইঞ্জিনিয়ার হতে চায়। মা বিলকিস গৃহবধূ। তাবিশের বাবা মোহতাশিম বলেন, গ্রামের শিক্ষার বিকাশে তিনি স্কুল খুলতে চান। তাবিশ এখন গ্রামের নায়ক। তার জন্য পুরো গ্রাম এখন গরব বোধ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct