সাদ্দাম হোসেন মিদ্দে, নিউটাউন: বৃহস্পতিবার শেষ হল ২০২০ সালটি। আজ ২০২১-এর প্রথম দিন। বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী থাকতে অনেকেই বেছে নেন নিউটাউনের অন্যতম বিনোদন ক্ষেত্র ইকোপার্ক। হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষদের নিরাপত্তার জন্য দিনভর টহল দিতে দেখা গেল বিধাননগর পুলিশ কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশকে।
এদিন পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে হাজির হন ইকোপার্ক টুরিজম পার্কে। পর্যটকরা ঘুরে দেখেন কৃত্রিম সপ্তমাশ্চর্য থেকে সবজি ক্ষেত। নৌকা বিহারে মাতেন অনেকেই। ব্যাটমিন্টন কিংবা ক্রিকেট খেলে গাঘামিয়ে নেন আবার কেউ কেউ।
কয়েক হাজার মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে বর্ষশেষের দিনটি। কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয় গোটা ইকোপার্ক চত্বর।
গত ২৫ ডিসেম্বর ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, সায়েন্সসিটি ও নিকোপার্ককে ছাড়িয়ে ভিড় উপচে পড়েছিল ইকোপার্কে। বর্ষশেষের দিনেও রেকর্ড সংখ্যক মানুষ ভিড় করেন এই বিনোদন পার্কে। আজ ১ জানুয়ারিতেও রেকর্ড ভিড় হবে বলে আশাবাদী হিডকো কর্তৃপক্ষ।
বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বছরের শেষ দিনে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে যাতে ভ্রমণার্থীরা আনন্দে মাততে পারেন তার জন্য পুলিশি নজরদারির ব্যবস্থা। বিশেষ করে মহিলাদের যাতে কোনওপ্রকার অবাঞ্ছিত ঘটনার মুখোমুখি হতে না হয় সেদিকেও নজর দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct