আপনজন ডেস্ক: বিগব্যাশে মজাদার একটা ঘটনা ঘটালেন পেশাদার ক্রিকেটে ৫০০ উইকেট তুলে নেওয়া পেসার লুইস গ্রেগরি। তাঁর ডেলিভারিটি অনেকের মতে, বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বাজে। অনেকে আবার বলছেন, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম বাজে ডেলিভারি। হোবার্ট–হারিকেনস ও ব্রিসবেন হিটের ম্যাচটা কিন্তু মোটেও বাজে ছিল না। বরং নখ কামড়ানো এক ম্যাচই বলা যায়। জয়ের জন্য শেষ বলে ২ রান দরকার ছিল ব্রিসবেনের। শেষ বলে রানআউট হয়ে ম্যাচটা সুপার ওভারেও নিতে পারেননি ব্রিসবেনের মার্ক স্টেকেটি। মূলত হারিকেনসের ১ রানে জয়ের ম্যাচের এই চিত্রনাট্যই আলোচনা কুড়িয়েছে বেশি। তাতে নিজের ‘কাণ্ড’ ঢাকা পড়লে গ্রেগরির অবশ্য খুশিই হওয়ার কথা।
হোবার্ট হারিকেনস ইনিংসের ১৭তম ওভারে বল করছিলেন ব্রিসবেনের এ পেসার। উইকেটে তখন হোবার্টের টিম ডেভিড মারমুখী। তাঁকে আটকাতে পঞ্চম বলটা স্টাম্পের বাইরে করার চেষ্টা করেন গ্রেগরি। এতটাই বাইরে যে আর একটু হলে পিচের বাইরে পড়ত। আম্পায়ার যথারীতি ওয়াইড দেন। পরের বলটা ‘ষষ্ঠ’ স্টাম্পে—লং অনের ওপর দিয়ে ছক্কা। এরপর ওভারের শেষ বলে গ্রেগরি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। অফ কাটার মারতে গিয়ে বল ফেলেন পিচের বাইরে। অল্প না বেশ বাইরে। আম্পায়ার ‘নো' বল ঘোষণা করে ফ্রি–হিট দেন। পরের বলে আবারও অফ স্টাম্পের বাইরে রাখতে গিয়ে ছক্কা হজম করেন গ্রেগরি। ওই ওভারে তাঁর ওই ‘নো' বল নিয়েই হাস্যরস চলছে। ট্যুইটারে অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে আলোচনার প্রিয়মুখ রিক এয়েরের টুইট, ‘লুইস গ্রেগরি হার্মিসন স্পেশাল উপহার দিলেন।' পিচের বাইরে বল ফেলার পর উইকেটে বসে পড়েন গ্রেগরি। আম্পায়ার এসে তাঁকে টেনে তোলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct