সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: চলতি বছরে সমগ্র বিশ্বে করোনার আবহে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল।এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরছে। বহুদিন পর আবার খেলার মাঠমুখী ক্রীড়া প্রিয় মানুষ। চলতি বছরের শেষ সপ্তাহে তেমনি ক্রিকেটের আনন্দে মেতে উঠল ক্রিকেট প্রেমীরা। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের আদমপুর যুব সংঘের উদ্যোগে এবং রকি ও রাজার নেতৃত্বে এ.পি.জে আব্দুল কালাম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আদমপুর ফুটবল ময়দানে। মোট ১৬ টি দল নিয়ে গত ২৮ শে ডিসেম্বর থেকে এই খেলার শুভ সূচনা হয়। চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় হ্যালো বোলপুর বনাম চিনপাই শক্তি ক্রিকেট একাডেমী। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় চিনপাই শক্তি ক্রিকেট একাডেমী। বিজয়ী দলকে ট্রফি সহ ২০ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ রফিউল খান এবং সেখ মহিম, বিশিষ্ট সমাজসেবী রাজুল খান সহ অন্যান্যরা। এলাকার ক্রীড়া প্রেমিদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct