আপনজন ডেস্ক: নন্দীগ্রামের কৃষক আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সবার নজর এখন নন্দীগ্রামের দিকে। সেই নন্দীগ্রাম থেকেই শুভেন্দুর বিরুদ্ধে হুঙ্কার দিলেন নন্দীগ্রাম আন্দোলনে এক শহিদের মা। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে প্রাণ হারান শেখ ইমদাদুল। এরপর শহিদ পরিবারের মধ্য থেকে ইমদাদুলের মা ফিরোজা বিবি সোচ্চার হয়ে ওঠেন পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। তখন থেকেই তিনি ‘শহিদের মা।’ সেই ফিরোজা বিবি এবার শুভেন্দুর বিরুদ্ধে লড়তে চান। তিনি শুভেন্দুকে ‘কুপুত্র’ বলে অভিহিত করে নন্দীগ্রাম থেকে তার বিরুদ্ধে লড়ে জয় এনে তিকে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে।
একসময় মমতা ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে প্রার্থী করবেন শহিদ পরিবারের থেকে। সেই মতো ২০০৯ সালে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে ‘শহিদের মা’ ফিরোজা বিবিকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বিপুল ভোটে জয়লাভ করেন। অচিরেই হয়ে ওঠেন নন্দীগ্রামের মা বলে। এরপর ২০১১–র ভোটেও নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরোজা বিবি। প্রত্যাশিতভাবেই তিনি জেতেন। কিন্তু মমতা তাকে জেতানোর দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরর উপর। ফিরোজা বিবি জিতলেও মন্ত্রী কারর জন্য ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা প্রার্থী করেন শুভেন্দু অধিকারীকে। আর ফিরোজা বিবিকে পাঁশকুড়ায় টিকিট দেওয়া হয়। তিনি সেখানে জিতলেও এবার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রড়তে চান।
তবে ফিরোজা বিবি বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে বলেছেন শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তার সঙ্গে কথা হয়নি।যদিও তিনি মন্তব্য করেন, ‘কুপুত্র থেকে নিপুত্র ভাল। আমি এক সন্তান হারিয়ে হাজার সন্তান পেয়েছি। তাই এক কুপুত্রের বিরুদ্ধে যদি আমাকে লড়তে হয় তাতে আমি রাজি। আমার অবস্থানে কোনও বদল হবে না।’ তাই এখন দেখার মমতা ফিরোজা বিবিকে নন্দীগ্রামে প্রার্থী করলে ‘নন্দীগ্রামের মা’ বনাম ‘নন্দীগ্রাম আন্দোলনের নায়ক’-এর মধ্যে কে জেতেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct