আপনজন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের আদিবাসী কিশোরী পড়ুয়ারা রেকর্ড সৃষ্টি করল। অন্দ্রপ্রদেশের কারনুল জেলার আলুরের এপি ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম ও নবম শ্রেণির ছাত্রীরা তাদের জ্ঞানের গভীরতায় জায়গা করে নিল এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।
তারা মোট এগারোটি রেকর্ড গড়েছে। তার মধ্যে দুটি এশিয়া বুক অফ রেকর্ডস ও নটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। যেসমস্ত আদিবাসী ছাত্রী এই গৌরব অর্জন করেছে তারা হল টি অনু বৈষ্ণবী, রোজা বাই, গায়ত্রী বাই, মঞ্জুলা, বি বিজয়ালক্ষ্মী, এম যুবা রানি, জি সুজাথা ও ওয়াই কে শ্রীদেবী।
এদের মধ্যে নবম শ্রেণির চার ছাত্রী টি অনু বৈষ্ণবী, রোজা বাই, গায়ত্রী বাই ও মঞ্জুলা মাত্র এক মিনিট ১৫ সেকেন্ডে বিশ্ব মানচিত্রে ২৫০টি দেশ এঁকে রেকর্ড সৃষ্টি করেছে। এছাড়া তারা এক মিনিট ১৫ সেকেন্ডে ২৫০টি দেশের নামও বলে দিয়েছে। এটি বিশ্বের মধ্যে প্রথম রেকর্ড সৃষ্টি করে। স্থান করে নেয় এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস উভয় ক্ষেত্রেই।
নবম শ্রেণির ছাত্রী অনু বৈষ্ণবী দেবী সব দেশের অঞ্চলের নাম মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে বলে দিয়েছে। একই শ্রেণির ছাত্রী বিজয়ালক্ষ্মী ১৪.২২ সেকেন্ডে ভারতের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের নাম বলে দিয়েছে।
ছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কুলের প্রিন্সিপাল কে এস সাই কিশোর। তিনি বলেন, এই সমস্ত ছাত্রী খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে।