আপনজন ডেস্ক: ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছিরেন ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। তার হত্যার পর থেকে আমেরিকার সঙ্গে ইরানের ঠান্ডা লড়াই লেগেই রয়েছে। ইরান বদলা নেওয়ার হুমকি দেওয়ার মাঝে সামনে এল এক নতুন তথ্য। ইরানি কমান্ডারকে হত্যার করার ক্ষেত্রে আমেরিকাকে ব্রিটেনের এক নিরাপত্তা সংস্থা তথ্য সরবরাহ করেছিল বলে অভিযোগ উঠেছে। ইরান বলছে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ক্ষেত্রে মার্কিন বাহিনীকে সহযোগিতা করেছিল বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় জড়িত ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি জি-৪এস।
বুধবার ইরানের সরকারি কৌঁসুলি আলি আল-কাসি মেহের এ তথ্য দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। ব্রিটেনের এ নিরাপত্তা কোম্পানি মার্কিন সেনাদের তথ্য দিয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল বলে দাবি করেছেন ইরানের সরকারি এ কৌঁসুলি।
তিনি বলেন, জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীরা সিরিয়া থেকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সে খবর মার্কিন বাহিনীকে জানিয়ে দেয় ব্রিটেনের এই কোম্পানি। বাগদাদ বিমানবন্দরের বিমানের ফ্লাইটের নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালন করছিল ব্রিটিশ কোম্পানি জি-৪এস।
জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের আগে তথ্য সরবরাহের ক্ষেত্রে জড়িত ছিল বলে জানান আলি আল-কাসি। ইরানের এ আইন কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের বাইরে যেসব অপরাধী বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের খুঁজে বের করে ইরানে আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
২০২০ সালের একবারে শুরুতে ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা।
হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরও ৮ কমান্ডার শহীদ হন। এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে। নিন্দার ঝড় উঠে সর্বত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct