ওয়াসিম বারি, বসিরহাট: রাজস্ব জমা করার ই-চালানে কারসাজি করে টাকার অঙ্ক হেরাফেরি করার অভিযোগে পুলিশ দু'জনকে আটক করে। বাদুড়িয়া ভূমি রাজস্ব দফতরের আধিকারিক-এর অভিযোগের ভিত্তিতে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ অভিযুক্ত দোকানদার জনাব আলী মোল্লা (পল্টু) ও তার সহযোগী সুরজিৎ ইসলামকে (বিট্টু) গ্রেফতার করে। উল্লেখ্য, ব্লক ভূমি সংস্কার দফতরের জমি রেকর্ড করা, শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারকে প্রদেয় অর্থ অফিসের বাইরে যে কোনও কম্পিউটার সেন্টার থেকে টাকা জমা করা হয়। অভিযোগ, সরকার নির্ধারিত মূল্য থেকে কম অর্থ জমা করে বিশেষ সফটওয়্যারের কারসাজিতে সঠিক মূল্যের চালান গ্রাহককে দেওয়া হয়। বাদুড়িয়া ভূমি রাজস্ব দফতরের পাশেই এক জেরক্স-এর দোকান থেকে এই ই-চালান বের করা হত। বাদুড়িয়ার ভূমি রাজস্ব আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, 'একটি চালান দেখে আমাদের সন্দেহ হয়। তখন ওই দোকানে গিয়ে বিষয়টি খোঁজখবর নিয়ে জানা যায়, নির্ধারিত মূল্যের থেকে কম টাকা জমা করে। তারপর এডিট করে নির্দিষ্ট মূল্যের চালান বানানো হয়। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, এ ঘটনা গত তিন-চার মাস ধরে চলছে। ইতিমধ্যে সরকারের অনেক রাজস্ব ক্ষতি হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাই পুলিশে অভিযোগ দায়ের করেছি। তিনি আরও জানান, এটি অতি নিন্দনীয় ব্যাপার। এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সকল গ্ৰাহককে সচেষ্ট হতে হবে।
ইতিমধ্যেই বাদুড়িয়া থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তুলেছেন। বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বলে পুলিশ সূত্রে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct