আপনজন ডেস্ক: চোটের কারণে অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টের বাইরে ছিলেন ডেভিড ওয়ার্নার। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর চোট পুরোপুরি সারতে অনেকটা সময় লাগবে। এতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলিতে ওয়ার্নারের খেলা অনিশ্চিত হয়ে পড়ে। এর মাঝে রাহানের নেতূত্বাধীন ভারতীয় দলের কাছে মেলবোর্ন টেস্টে হেরে ডেভিড ওয়ার্নারের ডাক পড়ল। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের দলে ফিরেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন জো বার্নস।
ক্রিকেট অস্ট্রেলিয়া চার ম্যাচ সিরিজের বাকি দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও পেসার শন অ্যাবটও আছেন এই দলে। এর আগে অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন পুকোভস্কি। পায়ের চোটে ভুগছিলেন অ্যাবট। এবার তিন জনকেই পাচ্ছে অস্ট্রেলিয়া। ওপেনার বার্নস দুই টেস্ট খেলার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। অ্যাডিলেইডে জেতা টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৮ ও অপরাজিত ৫১। মেলবোর্নে হারা টেস্টে ডানহাতি এই ব্যাটসম্যানের রান ০ ও ৪। ১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ৭ জানুয়ারি, সিডনিতে। চতুর্থ ও শেষ টেস্ট শুরু ১৫ জানুয়ারি, ব্রিজবেনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct