মনিরুজ্জামান,দেগঙ্গা: সর্বত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজস্ব একটা চিন্তা ভাবনার ছাপ রেখে দিয়েছেন।কোনও জিনিস অন্যরা ভাবার আগেই তিনি সেটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন।এই করোনা অতিমারীর ফলে অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন।তাদের পড়াশোনা কিভাবে হবে সেটা নিয়েও তিনি চিন্তা ভাবনা করেছেন।আর তারই ফলস্বরূপ তিনি উচ্চমাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু এত পরিমাণ ট্যাব বা স্মার্টফোন এক সঙ্গে পাওয়া সম্ভব না হওয়ায় এই ছাত্রছাত্রীদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দিয়ে দেওয়া হবে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। আর এরজন্য স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক সংবলিত তথ্য নেওয়ার কাজ চলছে জোরকদমে।এরমধ্যেই আবার মুখ্যমন্ত্রী পড়ুয়াদেরকে নতুন বছরের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তাতে তিনি ছাত্রছাত্রীদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লিখেছেন,বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যেই এ বছরটা কেটে গেল।কিন্তু আশা রাখছি,নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে নতুন বছর আমাদের কাছে উপস্থিত হবে,আমরা সবাই আবার আগের জীবনে ফিরে যাবো আর তোমরাও আগের মতো স্বাভাবিক পড়াশুনার জগতে ফিরে যাবে।তোমরাই হলে দেশের ভবিষ্যৎ, আগামীর কারিগর। খুব ভালো করে লেখাপড়া করো,জীবনে অনেক বড় হও-আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে।শুনলে খুশি হবে,ট্যাবলেট পিসি বা ভালো স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেবে। আশা রাখছি, আমাদের এই পদক্ষেপের মধ্যে দিয়ে ভবিষ্যতে তোমাদের পড়াশুনা' র অনেক সুবিধা হবে।তিনি আরও লিখেছেন,তোমাদে জীবনে ফিরে আসুক শিক্ষার স্বর্ণযুগ। মুখ্যমন্ত্রী এই শুভেচ্ছাবার্তায় ছাত্রছাত্রীর সকল অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছাবার্তায় আপ্লুত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct