মহম্মদ নাজিম আক্তার: বুধবার মালদহের রতুয়া-১ ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েত উপসমিতি গঠনের কথা ছিল।কিন্তু প্রশাসনের নির্দেশে ওই পঞ্চায়েতের উপসমিতি গঠন স্থগিত হয়ে গেল।এদিন উপসমিতি গঠন না হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের একাংশ রতুয়ার নিজেদের দলের বিধায়ক সমর মুখার্জিকে দায়ী করেন।বুধবার সামসীতে রীতিমতো এক সাংবাদিক সম্মেলন করে দলের বর্ষীয়ান বিধায়ক সমর মুখার্জীর বিরুদ্ধে সরব হলেন দলেরই কর্মীরা।
তবে বিধায়ক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন,অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামসীতে।বুধবার সামসী ঘাসিরাম মোড়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ফজলুল হক,তৃণমুলের জেলা সহ সভাপতি আব্দুল হামিদ, জেলা সাধারণ সম্পাদক মহম্মদ হেসামুদ্দিন,সামসী পঞ্চায়েত প্রধান শ্রবনকুমার দাস সহ প্রমুখরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct