আপনজন ডেস্ক: দক্ষিণ মালদায় এই প্রথম বেসরকারি উদ্যোগে এক অনাথ আশ্রমের পথচলা শুরু হল। ৬ থেকে ১০ বছরের শিশুদের, যারা পিতৃমাতৃহীন, কিংবা বাবা-মায়ের একজন রয়েছেন, সেসব শিশুদের এই আশ্রমে থাকার ব্যবস্থা করা হয়েছে। ১৮ বছর বয়স পর্যন্ত রাখা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য, খেলাধুলা বিষয়েও নজর দেওয়া হবে। এর ফলে অনাথ শিশুদের আপাতত একটি ঠিকানা হতে চলেছে ‘ডেমোক্র্যাটিক চাইল্ড কেয়ার ইনস্টিটিউট’ নামাঙ্কিত এই অনাথ আশ্রমটি। মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিরামপুরে বুধবার আনুষ্ঠানিকভাবে এই আশ্রমের উদ্বোধন হয়ে গেল। পরিচালনায় রয়েছে মেহেরাপুর রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। এরকম অনাথ আশ্রম দক্ষিণ মালদায় প্রথম বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বঙ্গরত্ন শক্তিপদ পাত্র। ছিলেন সাহাপুর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী শিবসুন্দরানন্দ মহারাজ, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাদক্ষ চম্পা মন্ডল, শিক্ষানুরাগী ও সমাজসেবী আবদুল মালেক, জয়েন্ট বিডিও দেবব্রত মন্ডল, আয়োজক সংস্থার সম্পাদক আখতারুজ্জামান(কোয়েল) প্রমুখ।উপস্থিত শক্তিপদ পাত্র বলেন, ‘যারা অসহায় ও মাতৃপিতৃহীন সেই সব শিশুদের জন্য এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াস এলাকায় নতুন দিশা দেখাবে। উপকৃত হবে সমাজ। প্রশংসনীয় উদ্যোগ।’ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী শিবসুন্দরানন্দ মহারাজ বলেন, ‘যে সব শিশুরা অনাথ, যাদের কোনও দিশা ছিল না, এই বয়সেই অনেকে উপার্জনের পথে নেমে পড়েছে, সে সব শিশুরা এখন নিশ্চিন্তে পড়াশোনা করে শিক্ষিত হয়ে উঠতে পারবে।’ মেহেরপুর রুরাল ওয়েলফেয়ার সোসাইটি-র সম্পাদক আখতারুজ্জামান বলেন, ‘এখানে শিশুদের রোজ ৩ বেলা খাবার দেওয়া হবে। পাশাপাশি চলবে পড়াশোনা, খেলাধূলা, শরীরচর্চা। আপাতত ৫০ জন অনাথ শিশুকে নিয়ে পথচলা শুরু হল। ১৫০-২০০ জনের আসনের ব্যবস্থা রয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct