সজিবুল ইসলাম, জলঙ্গি : বর্তমানে করোনা পরিস্থিতে গোটা দেশে অর্থনৈতিক অবস্থা শোচনীয়,সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে অর্থ জোগানোর জায়গা নেই বললেই চলে।
সেই দিকে লক্ষ্য রেখে সাদি খাঁন দেয়ার অঞ্চলের উপপ্রধান মহাবুল্ ইসলামের উদ্যোগে একশো দিনের কাজ শুরু হল।
এদিন সাদি খাঁন দেয়ার অঞ্চলের বিভিন্ন ক্যানেল পরিষ্কার করা হয় জবকার্ড ভুক্ত ব্যক্তিদের দিয়ে ।
এক জব কার্ড উপভুক্তা বলেন কোরোনার জন্য গোটা বছর ঘরে বসে, কোনো রকমে সংসার চলছে ,ভিন রাজ্যেও যেতে পারছিনা।আজ একশো দিনের কাজ পেয়ে অনেক খুশি, এখান থেকে কিছু অর্থ পেলে সংসারটা একটু ভালো করে চলবে।
এদিন সাদি খাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাবুল ইসলাম বলেন আমরা লক ডাউন এর শুরু থেকেই সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভাবে সাহায্যর হাত বাড়িতে দিয়েছি।
এবার সরকারি প্রকল্পের কাজ শুরু করলাম,যাতে এই কাজের মধ্যদিয়ে সাধারণ মানুষের কিছুটা অর্থনৈতিক অবস্থা ভালো হয়।
তিনি আরো জানান আমি নিজে সকাল থেকে শ্রমিকদের সঙ্গে থেকে কাজ দেখে নিচ্ছি, শ্রমিকদের সমস্যার দিকেও নজর রাখছি।মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কথা অনুসারে আমি সাধারণ মানুষের পাশে থাকি সব সময়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct