আপনজন ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলি একে একে লাভ জিহাদ বিরোধী আইন চালু করতে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশে তথাকথিত ‘লাভ জিহাদ’ ঠেকাতে বিতর্কিত ধর্মান্তর আইন চালু হয়েছে। তাতে দেখা গেছে এই নতুন আইন ব্যবহার এক মাসে কমপক্ষে জন মুসলিমকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে, যে কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ নিজের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নিতে পারবেন। সেখানে ধর্ম বা অন্য কোনো বিষয় দেখা হবে না। এতদিন এই কথিত লাভ জিহাদ নিয়ে বেশ কয়েকজন বিজেপি’র মুখ্যমন্ত্রী এই আইনের পক্ষে সওয়াল করলেও এবার লাভ জিহাদ বিরোধী আইনের পক্ষে সমর্থন জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘যতদূর জানি, মুসলিম ধর্ম মতে, অন্য ধর্মের কাউকে বিয়ে করা যায় না। আমি ব্যক্তিগতভাবে বিয়ের জন্য ধর্মপরিবর্তন সমর্থন করি না। স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে এবং ধর্ম পরিবর্তন করে বিয়ের মধ্যে ফারাক আছে।’ রাজনাথ আরও বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায়, জোর করে ধর্মান্তর করানো হচ্ছে। অনেক সময় লোভ দেখিয়ে করানো হচ্ছে। আমার মনে হয়, আইন করার আগে সরকার সব বিষয়ই ভেবে দেখেছে।’
এর ফলে, রাজনাথ বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ সরকা সে রাজ্যে কথিত লাভ জিহাদ আইন লাগু করে যথার্থ কাজ করেছেন। কিন্তু একজন প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী বিদ্বেষমূলক আইনের সমর্থনে এগিয়ে আসায় বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়ে গেছে।
তবে অনেকে বলছেন, কৃষক আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে কেন্দ্রীয় সরকার বিরোধী মনোভাব তৈরি হচ্ছে সেদিক থেকে নজর ঘোরাতে এবার কেন্দ্রীয় মন্ত্রীও ময়দানে নেমে পড়েছেন। সামনে পশ্চিমবঙ্গের ভোট। তাই নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে সাম্প্রদায়িক মেরুকরনকেই যে হাতিয়ার করতে চলেছে বিজেপি তা স্পষ্ট হয়ে উঠেছে রাজনাথ সিংয় লাভ জিহাদ বিরোধী আইনকে খোলাখুলিভাবে সমর্থন করায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct