আপনজন ডেস্ক: কয়েকশো হাজি সাহেবদের উপস্থিতিতে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা কে.এস.এইচ রাহানা সিনিয়র মাদ্রাসায় এক হজ প্রশিক্ষণ ও সচেতনতা শিবির মহা সমারোহে অনুষ্ঠিত হল। বিভিন্ন বক্তা হজ সম্বন্ধে বক্তৃতা দেওয়া ছাড়াও জচ সম্পর্কিত মানুষের নানা জিজ্ঞাসার উত্তর দেওয়া হয় প্রশ্নোত্তর পর্কের মাধ্যমে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা বর্তমান জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় জনাব এ কে এম ফারহাদ-এর উদ্যোগে এবং আমডাঙ্গা হজ প্রশিক্ষণ ও পরিষেবা ট্রাস্টের পরিচালনায় মূলত হজ যাত্রীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই মহতী শিবির ও সম্প্রীতির মেলবন্ধন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেরাজ্যসভার সাংসদ তথা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জনাব নাদিমুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে সম্প্রীতির বন্ধন বজায় রেখে হজ পরিষেবা সম্পন্ন করার জন্য প্রস্তুত আছি। ২০২০ সালে বিশেষ পরিস্থিতির জন্য সেবা ব্যাহত হলেও এ বছর সব রকমের ব্যবস্থা প্রস্তুত করে রাখছি সবুজ সংকেতের অপেক্ষায়। আমডাঙ্গায় এ ধরনের হজ প্রশিক্ষণ সচেতনতা শিবিরের আয়োজন করায় তিনি এ কে এম ফারহাদের ভূয়সী প্রশংসা করেন।
হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে উপস্থিত হাজী সাহেবদের সঙ্গে হজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমান পরিস্থিতি ও পরবর্তী নির্দেশিকা পর্যন্ত আমরা অপেক্ষা করছি বলে তিনি জানান। উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আপনারা পবিত্র হজে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দোয়া করবেন যাতে আগামী দিনগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই চলতে পারি।
জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বলেন, সম্প্রীতির বাংলায় আমরা সবাই মানুষ এখানে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের বসবাস। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে থাকেন। আপনারা যে সকল হাজী সাহেব হজ করতে যাবেন সেখানে আপনারা রাজ্যের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমাদের এই সোনার বাংলায় সম্প্রীতি বজায় থাকে।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা একেএম ফারহাদ বলেন সারা বছর ধরে আমরা বিভিন্ন রকমের সচেতনতা শিবির আয়োজন করে থাকি, আজ হাজী সাহেবদের জন্য এমন একটি অনুষ্ঠান করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমরা জানি রাজ্য সরকার সম্প্রীতির বন্ধন বজায় রেখে যেভাবে হজযাত্রা থেকে শুরু করে গঙ্গাসাগর সহ বিভিন্ন তীর্থক্ষেত্রে ধর্মপ্রাণ মানুষের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছে তা অন্য যে কোন রাজ্যে সম্ভব নয়। আমাদের নেত্রী যেভাবে দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছে সেগুলি অনন্য।
এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের বিশেষ সচিব শাকিল আহমেদ, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, স্থানীয় বিধায়ক জনাব রফিকুল রহমান, উঃ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) জনাব তাহেরুজ্জামান, রাজ্য হজ আধিকারিক সৈয়দ ইকবাল হাসমি প্রমুখ।
এছাড়া, উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষ প্রবীর ঘোষ, বিডিও সৌমেন বণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচিত্রা দাস মণ্ডল, জ্যোতিময় কর (টেনিস দা), সাইফুদ্দিন, মোস্তাক আহমেদ, সুবোধ অধিকারী, আইয়ুব আলী, হাজী হারুন,হাজী মোবারক, হাজী মাওলানা সিরাজুল হক মল্লিক, নূরুল হক, সওকাত হোসেন পিয়াদা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct