মহম্মদ নাজিম আক্তার, চাঁচল: আইনজীবীর পরিবারের পাশে দাঁড়ালেন আইনজীবিরাই।মঙ্গলবার মালদহের চাঁচল বার অ্যাসোশিয়েশনের তরফে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল মৃত আইনজীবীর পরিবারকে।এদিন চাঁচল-২ নং ব্লকের মানিকনগরে মৃত আইনজীবীর স্ত্রী নাজেরা আহম্মদের হাতে চেক তুলে দেন চাঁচল বার অ্যাসোশিয়েশনের সভাপতি মোস্তফা কামাল ও সেক্রেটারি খাইরুল আলম।এছাড়া সামিল হয়েছিলেন চাঁচল মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবিরা।
সম্প্রতি,মাস দুয়েক আগে নিজ বাসভবনে মৃত্যু ঘটে চাঁচল মহকুমা আদালতের সিভিল সিনিয়র আইনজীবী সেখ জাহিরুদ্দিন আহম্মেদের।
আইনজীবীদের সরকারি কোনো পেনশন নেই! তাই বার অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগ চালু হয়েছে বলে জানিয়ছেন বার অ্যাসোশিয়েশনের সভাপতি মোস্তফা কামাল।মৃত ওই আইনজীবীর দুই কন্যা সন্তান রয়েছে।বড়ো মেয়ে বিএ তৃতীয় বর্ষে ও ছোটো মেয়ে প্রথম বর্ষে পাঠরত।বড়ো মেয়ে জামিমা আহম্মেদ এদিন বাবার সহকর্মী আইনজীবীদের বলেই ফেললেন,বাবার পেশাকে আকড়ে ধরে রাখতে আমিও আইনজীবি হব।একথা শুনে তার ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন বার অ্যাশোসিয়েশন।প্রস্তুতির জন্য সবরকম সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন চাঁচল বার অ্যাসোশিয়েশনের মোস্তফা কামাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct