মুহাম্মদ সানাউল্লাহ, বোলপুর: প্রায় প্রতি সপ্তাহে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলায় আসছেন। তাকে নিশানা করে মঙ্গলবার বোলপুরের রোড শো-তে বললেন, টাকা দিলে নিয়ে নিন, বিজেপিকে গুঁড়িয়ে দিন। এটা জনগণের টাকা।
নাম না করে অমিত শাহ প্রতি সপ্তায় ভোটের জন্য বাংলায় এসে ফাইভ স্টার হোটেলে খাবার খাচ্ছেন বলে কটাক্ষ করেন মমতা। সেই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা রাজনীতি, মিথ্যা কথা ও মিথ্যা ভিডিও করছেন বলেও অভিযোগ করেন। কটাক্ষ করেন। বাংলায় ভোটের জন্য আসছে। প্রতি সপ্তাহে এক বার আসছে, খাচ্ছে ফাইভ স্টারে খাবার।
যেভাবে একে একে তৃণমূল বিধায়কদের বিজেপিতে নাম লেখাচ্ছেন তার পিছনে টাকার খেলা রয়েছে বলে মনে করছেন মমতা। এ প্রসঙ্গে বলেন, বিজেপি যদি ভাবে কয়েকজন বিধায়ককে টাকা দিয়ে কিনে নিয়ে তৃণমূলকে গিলে খাবে তা অত সোজা নয়। তৃণমূলের যে সব বিধায়ক বিজেপিতে গেছেন তাদেরকে পচ-ধচা বলে কটাক্ষ করতেও চাড়েননি মমতা। সেই সঙ্গে সাধারন মানুষের প্রতি তিনি আহ্বান জানান, বিজেপি টাকা দিলে নিয়ে নিন, গুড়িয়ে দিন। কারণ, তাদের এই টাকা জনগণের।
সেই সঙ্গে সঙ্গে বলে বিজেপি বহিরাগতদের এলাকায় এলাকায় পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের সম্পর্কে সাবধান থাকার সতর্কবাণী দিয়ে মমতা বলেন, বহিরাগত কাউকে দেখলে পুলিশে খবর দিন। প্রশাসনকে জানান।
তবে, এদিনের রোড শোতে বিশ্বভারতীর উপাচার্যকে সমালোচনা করতে ছাড়েননি। উপাচার্যর ‘বিজেপি ঘনিষ্ঠতা’ কে বিশ্বভারতীকে ঘিরে একটা জঘন্য ধর্মান্ধ রাজনীতির অভিযোগ তোলেন মমতা। এ প্রসঙ্গে তিনি রাজীব গান্ধির স্মৃতিচারণা করলেন। বহুদিন পর মমতার মুখে শোনা গেল রাজীবের প্রশংসা। মমতা বলেন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ায় পদাধিকার বলে প্রধানমন্ত্রী তার উপাচার্য হন। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন বিশ্বভারতীতে একবার এসেছিলেন। তখন বিশ্বভারতীর বোর্ডের সদস্য ছিলেন মমতা। তাকে সঙ্গে নিয়ে বিশ্বভারতীতে গিয়ে আসার পর পড়ুয়াদের সঙ্গে খেতে বসেছিলেন। সে সময় রাজীবকে তারা জিজ্ঞেস করেছিলেন, তাদের আইকন কেমন হওয়া উচিত। রাজীব গান্ধী আঙুল দেখিয়ে বলেছিলেন, মমতার মতো। বিজেপির সমালোচনা করতে করতে হঠাৎ রাজীব গান্ধির নাম মুখে আনায় মমতা কি কংগ্রেসের সঙ্গে মৈত্রীর ইঙ্গিত দিলেন এ রাজ্যে বিজেপিতে রুখতে? তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। যদিও মমতা বিজেপিকে বর্গীদের সঙ্গে তুলনা করে ভো কাট্টা করার ডাক দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct