দেবাশীষ : পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আজ সোমবার বামনগোলা বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করেন কুড়মী সমাজের সদস্যরা। এদিন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের কমিটির পক্ষ থেকে পাকুয়াহাট কলেজ থেকে মিছিল করে হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে পাকুয়াহাট বিডিও অফিসে এসে ৬ দফা নিয়ে তাদের দাবি স্মারকলিপি তুলে দেন ব্লক আধিকারিক কাছে। দাবিগুলো হলো- কুড়মী সমাজকে আদিবাসী সম্প্রদায় ভুক্ত করা,কুড়মী জাতির যে ভাষা সেই ভাষার স্কুল-কলেজে পড়ার ব্যবস্থা করতে হবে,৬০ বছর ঊর্ধ্বে পুরুষ ও মহিলাদের ভাতার ব্যবস্থা করতে হবে প্রভৃতি দাবি নিয়ে এদিন এই ডেপুটেশন দেওয়া হয়। ব্লক আধিকারিক তাদের দাবি পত্র উচ্চপদস্থ কাছে পাঠানোর আশ্বাস দেন। এদিনের এই ডেপুটেশন কমসূচীতে উপস্থিত ছিলেন- পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের বামনগোলা ব্লক কমিটির সম্পাদক সুশীল মাহাতো, মানিক মাহাতো,আশু মাহাতো, অমূল্য মাহাতো, দীনেশ মাহাতো সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct