আপনজন ডেস্ক: একমাত্র ছেলের আবদার ছিল হেলিকপ্টারে চড়বে। কিন্তু আর্থিক অনাটনের কারণে ছেলের সে ইচ্ছে পূরণ করতে পারেনি বাবা। তবে এবারে ছেলের সেই স্বপ্ন পূরণ করলেন বাবা। যদিও ছেলের আবদার মেটাতে বাবা সময় নিয়েছেন ২৭ বছর। অবশেষে ২৭ বছর পর ছেলের বিয়ের আয়োজনটাই হেলিকপ্টারে চড়িয়ে করলেন বাবা। আর এর জন্য গুনে গুনে তাকে খরচ করতে হয়েছে ৩ লাখ টাকা। এর মাধ্যমে ছেলের শখ পূরণ হওয়ার পাশাপাশি তার জীবনের একটা স্মৃতি হয়ে থাকল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেত্রকোনার আবুল মনসুর খানের ছেলে মেহেদী হাসান খান রনি ছোটবেলায় হেলিকপ্টার উড়তে দেখে বাবার কাছে হেলিকপ্টারে চড়ার আবদার করেন। তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। ওই সময় বাবা বলেছিলেন, বড় হওয়ার পর তোমাকে হেলিকপ্টারে করে বিয়ে দেব। বরের বাবা মো. আবুল মনসুর খান একজন কৃষক। ছেলের স্বপ্ন পূরণ করতে নিজের জমি বিক্রি করেন তিনি। ছেলের স্বপ্ন পূরণ করায় খুশি তিনিও। বিষয়টিতে খুব খুশি এলাকাবাসীও।
নতুন বউ জান্নাতুল ফেরদৌস আলিফা ও বর মেহেদী হাসান খান রনির বিয়ে পারিবারিকভাবেই সম্পন্ন হয়। ছেলের বাবা আবুল মনসুর খান বলেন, ' হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে রওনা হয় ছেলে। ওইদিনই বাড়িতে বউভাতের আয়োজন করা হয়।' মেহেদী হাসান খান রনি বলেন, 'আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ার। সেই স্বপ্ন আজ পূরণ হল। এজন্য আমি বাবার প্রতি কৃতজ্ঞ।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct