আপনজন ডেস্ক: কেরিয়ারের শুরু থেকে বার্সেলোনায় মেসি। পুরো কেরিয়ার তিনি কাতালান ক্লাবে কাটিয়ে দিলেন। মরশুম শেষে তার দলবদলের সম্ভাবনা আছে। তবে তিনি প্রিয় ক্লাব নাও ছাড়তে পারেন। যদি তিনি বার্সা ছাড়েন তাহলে যাবেন কোথায়? প্রিয় গুরু পেপ গুয়ার্দিওলার অধীনে সিটিতে, নাকি প্রিয় বন্ধু নেইমারের সঙ্গে পিএসজিতে? সবার জল্পনা আরেকটু উস্কে দিয়ে মেসি নিজে জানিয়েছেন ভিন্ন এক ইচ্ছার কথা। তিনি খেলতে চান অন্য কোথাও। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কেরিয়ারের কোনো এক সময়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান। কেরিয়ারের শেষ দিকে অধিকাংশ ইউরোপীয় তারকা বাড়তি কিছু অর্থ উপার্জনের আশায় এই লিগে খেলে থাকেন। যে কারণে মজা করে অনেকে এটাকে 'বৃদ্ধাশ্রম' বলে থাকেন। এর আগে কেরিয়ার-সায়াহ্নে এসে যুক্তরাষ্ট্রের লিগে খেলেছেন ডেভিড বেকহ্যাম, পেলে, আন্দ্রে পিরলো, দাভিদ ভিয়া, ইব্রাহিমোভিচদের মতো মহাতারকারা।
এ বিষয়ে মেসি বলেন, 'কীভাবে এই মরশুমটা শেষ হবে, সেটা নিয়ে আমি ভাবছি না। আমার মনে হয় না মরশুম শেষে আমি কী করব, সেটা নিয়ে এখনই কথা বলা উচিত। আর সত্যি বলতে, আমি নিজেও জানি না আমি কী করব। আমি জানি না আমি বার্সেলোনা ছাড়ব কি না। তবে একটা জিনিস নিশ্চিত, আমি যদি ক্লাব ছাড়ি, আমি চাইব একটা সুন্দর পরিস্থিতির মধ্যেই যেন বিদায়টা হয়। আমি সব সময়ই বলেছি, আমি এমএলএসে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। কিন্তু সেটা এখনই নয়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct