আপনজন ডেস্ক: লাভ জিহাদ প্রতিরোধে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো উত্তরপ্রদেশ সরকারও নতুন আইন চালু করে গত ২৭ নভেম্বর। যোগী আদিত্যনাথ সরকারের উদ্দেশ্যে এই আইন চালুর ফলে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের বিয়ে করতে গেলে তাদেরকে আটকানো। দেখা গেছে, এই নতুন আইনে গত এক মাসে উত্তরপ্রদেশজুড়ে প্রায় তিন ডজন মুসলিমকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, হিন্দু মেয়েদেরকে বিয়ের জন্য ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্র জানাচ্ছে, এই নতুন আইনে কমপক্ষে এক ডজন মামলা দায়ের হয়েছে। কান্নৌজের একটি মামলায় সর্বশেষ এফআইআর করা হয়েছে যেখানে একজন মুসলিম ব্যক্তি হিন্দু হিসাবে তার পরিচয় নকল করে নাম নিয়েছিলেন রাহুল ভার্মা এবং হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন।
এই নতুন অধ্যাদেশের অধীনে বেশ কয়েকটি জেলায় পুলিশ মামলা দায়ের করা হয়েছে। সেগুলি হল, গৌতম বুদ্ধ নাগর, মাউ, বিজনৌর, হরদই, সীতাপুর, মুজাফফরনগর, মুরাদাবাদ, বেরেলি এবং এটাহ।
তবে মুরাদাবাদের একটি মামলা বিতর্ক সৃষ্টি করেছে। ওই মামলায় এক দম্পতি অভিযোগ করেন, নিজেরা স্ব ইচ্ছায় বিয়ে করলেও স্বামীয় যখন জেলে ছিলেন, তখন হোমে থাকা স্ত্রীকে ইনজেকশন দিয়ে গর্ভপাত করানো হয়।
লাভ জিহাদ প্রতিরোধে যোগী সরকারের আইন লাগু করতে এমন উদ্যোগ দেখা যায় যে গত শুক্রবার এক মুসলিম যুবককে বিজনৌরে একটি দলিত মেয়ের সাথে হাঁটতে দথাকলে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, তাদেরকে এক জনতা বেদম প্রহারও করে।
তবে, উত্তরপ্রদেশের জারি করা এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct