আপনজন ডেস্ক: বিশ্বে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এবার আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের সব দেশের বিমান প্রবেশ সৌদি আরব সরকার সেদেশে নিষিদ্ধ করেছিল গত সপ্তাহে। সেই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক। তাই আরও এক সপ্তাহের জন্য কোনও আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। গেছে। একই সঙ্গে স্থল ও জল পথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।ফলে, বিদেশ থেকে সৌদি আরবে উমরাহ পালনে যাওয়াও স্বভাবতই বন্ধ হয়ে গেল। ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ, স্থলপথ ও সমুদ্রপথে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও একসপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়। পরবর্তীতে ইউরোপের কয়েকটি দেশ, জাপান ও জর্ডানে সংক্রমণ ছড়িয়ে পড়ে।
এর আগে ২১ ডিসেম্বর সৌদি আরব তাদের সীমান্ত বন্ধ করে দিয়ে সব আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল। তখন এই স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছিল। তবে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য ওই স্থগিতাদেশ প্রযোজ্য ছিল না। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা বিদেশি নাগরিকদেরকে সৌদি আরব ছেড়ে যেতে দেওয়া এবং ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশদ্বার খোলা রেখেছে; একইসঙ্গে পরিস্থিতিও মূল্যায়ন করে দেখা হচ্ছে। আর পণ্য সরবরাহ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে। এদিকে নতুন ভাইরাস আতঙ্কে ৫০টিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে ভ্রমণে কড়া বিধি নিষেধ আরোপ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct