আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন-এর উদ্যোগে মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের গঙ্গার পাড়ে অনুষ্ঠিত হয়ে গেল পুজো-ইদ ও বড়দিনের মিলন উৎসব।
একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূলের বেশকিছু নেতৃত্বের উপস্থিতিতে চাঁদেরহাট বসেছিল গঙ্গার পাড়ে। এত মানুষের ঢল, সম্প্রতিকালে দেখা যায়নি বলে স্থানীয় মানুষেরা জানান।
শীতের মরসুমে পঞ্চানন্দপুরের গঙ্গা পাড়ের বিউটি পার্কে কয়েকদিন ধরে ছিল সাজো সাজো রব। গঙ্গা পাড়ে এই মিলন উৎসব ঘিরে মানবতা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় এদিন।
উপস্থিত ছিলেন বেঙ্গল অ্যাসোসিয়েশন-এর সভাপতি স্বপন ব্যানার্জি( বাবুন), অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ ব্যানার্জি, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ডা: মোয়াজ্জেম হোসেন, তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অম্লান ভাদুড়ি, দুলাল সরকার, সংখ্যালঘু সেলের সভাপতি মোসারাফ হোসেন, মালদা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস প্রমুখ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন এর পাশাপাশি অল ইন্ডিয়া মাইনোরিটি অরগানাইজেশন রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে তারা জানান।
সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনার দায়িত্বে আছেন এ আই এম ও সর্বভারতীয় সভাপতি নাসির আহমেদ। অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন-এর পুজো-ইদ-বড়দিন মিলন উৎসব এবার ৫ম বর্ষে পদার্পণ করল। মন্ত্রী ফিরহাদ হাকিমের আসার কথা থাকলেও তিনি আসতে না পারায় হতাশ হয়েছেন স্থানীয় মানুষজন। চারটি স্ক্রীন গোটা মাঠ জুড়ে ছিল এবং সেই পর্দায় তিনি ভিডিও বার্তা দেন ও ভার্চুয়াল ভাষন দেন। তিনি জানান অনুষ্ঠানে এবার আসতে না পারলেও আগামীতে যাবেন এলাকায়।
অল ইন্ডিয়া মাইনোরটি অর্গানাইজেশন-এর সর্বভারতীয় সভাপতি অধ্যাপক নাসির আহমেদ জানান, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মানুষের মধ্যে এনআরসি আতঙ্ক, এবং বিজেপির যে সাম্প্রদায়িকতার উস্কানি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে ও সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে ঈদ,পূজা ও বড়দিন মিলন উৎসব সম্পন্ন হলো। রাজ্যবাসীকে বাঁচাতে এই ধরনের মিলন উৎসব মেলা আয়োজন করা হচ্ছে।’
স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতি প্রসঙ্গে নাসির বাবু জানান, ‘অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন একটি নিজস্ব ও সর্বভারতীয় সংগঠন। নীতিগতভাবে এই সংগঠনটি তৃণমূলকে সমর্থন করে। স্বাধীন সংগঠন হিসেবে এই সংগঠন কাজ করে।’ তবে এদিনের অনুষ্ঠানে মানুষের ঢল ও উৎসাহ মনে করিয়ে দেয় মাটির টানে আগামীতেও এই গঙ্গার ভাঙন কবলিত এলাকায় এই অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে জানান নাসির আহমেদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct