এহসানুল হক, মাটিয়া: লাঙ্গল, কোদাল এবং কৃষি সরঞ্জাম নিয়ে কৃষকরা আন্দোলনের পথে। এদিন বসিরহাট দুই নম্বর ব্লকের চাঁপাপুকুর পঞ্চায়েতের রাজাপুরে কৃষকরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেন। আন্দোলনে বহু কৃষক সামিল হন বসিরহাটের উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনিও। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সরোজ ব্যানার্জি, মাটিয়া পঞ্চায়েতের প্রধান, ধান্যকুড়িয়া হাসপাতালে বিশেষ দায়িত্ব থাকা মাহমুদুল হাসান সহ একাধিক নেতৃত্ব। এদিন আন্দোলনরত কৃষক জামাত আলি বলেন, আমরা চাষের উপর নির্ভর করেই দিন গুজরান করি। যে আইন পাস করেছে কেন্দ্র সরকার তা থেকে আমরা বহু ক্ষতির সম্মুখীন হব। তাই কালাকানুন আইন বাতিলের জন্য আমরা আজকের এই আন্দোলনে সামিল হয়েছি। এদিন বসিরহাটের উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ বলেন, ভারত সরকার কৃষি বিলের নামে যে আইন এনেছে তার প্রতিবাদ জানিয়ে এখানে উপস্থিত হয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct