জুলফিকার মোল্যা, হাসনাবাদঃ বড়দিনের উষ্ণতা ও খুশি ভাগ করে নিতে দূরদূরান্ত থেকে পর্যটকরা হাজির টাকি ইছামতীর পাড়ে। ঠাণ্ডা আমেজ এবং রোদ মাখা পড়ন্ত দিনকে উপভোগ করতেই ঘুরতে আসেন ইছামতি পাড়ে ভ্রমণপিপাসু মানুষরা। এই ভিড় দেখে খুশি ইছামতি বক্ষে বয়ে চলা নৌকা মাঝিরা। দীর্ঘদিন লকডাউন চলায় জাঁকজমকহীন ছিল এই টাকি ইছামতীর পাড়। পুনরায় দেশ-বিদেশ থেকে পর্যটক আশায় খুশি নৌকা মাঝি থেকে নদী পাড়ের মানুষরা।বড়দিন উপলক্ষে গ্রাম গঞ্জের ব্যবসায়ীরা হস্তশিল্প ,নলেন গুড়,হরেক রকমের সাধের খাবার সাজিয়ে বসেছেন ইছামতীর পাড়ে। বসেছে পিকনিকের আসরও। প্রশাসনের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা তো আছেই সঙ্গে বাংলাদেশ বর্ডার জলপথ স্থলপথ নজর রেখে চলেছে স্থানীয় প্রশাসন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স।এখানে ঘুরতে আসা এক পর্যটক লেকটাউনের বাসিন্দা সৌভিক চক্রবর্তী জানান আগে কয়েকবার টাকিতে এসেছি, টাকির এপার বাংলা ওপার বাংলার যে আনন্দ উপভোগ করতে পারি তা অন্য কোথায় বেড়াতে গেলে এইরকম ভাবে উপভোগ করা যায় না। ইছামতীর বক্ষে নৌকা ভ্রমণ করা যায় এবং টাকিতে অনেক দর্শন করা জায়গা আছে অনায়াসে সেখানে যাওয়া যায়।প্রকৃতি সবুজায়ন দর্শন করা যায় মিনি সুন্দরবনে। সব মিলিয়ে টাকি ভ্রমণপিপাসু মানুষদের কাছে মনোরম জায়গা হয়ে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct