নাজিম আক্তার, মালদা: কলেজে শেষ দিনের ফর্ম ফিলাপ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।বহিরাগতের আক্রমণে রক্তাক্ত হল পাঠরত ছাত্র।শনিবার চাঞ্চল্য ছড়াল মালদহের সামসি কলেজ ক্যম্পাসে।কলেজ সূত্রে জানা যায়,এদিন প্রথম ও দ্বিতীয় বর্ষের ফর্ম ফিলাপের শেষদিন ছিল। তাই কলেজ খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করে পড়ুয়ারা। মেয়েদের লম্বা লাইন ঠিক করতে গিয়ে আক্রান্ত হতে হল সামসি কলেজের টিএমসিপি ইউনিটের সভাপতি তথা ওই কলেজেরই ভূগোল অনার্সের ছাত্র মিসবাহুল আলম জেমসকে।এমনকি ওই বহিরাগত মিসবাহুলের মাথা ফাটিয়ে দিয়ে কলেজ থেকে চম্পট দেয়। ওই কলেজের প্রাক্তন ছাত্র ফর্ম ফিলাপের লাইনে গন্ডগোল করছিল বলে অভিযোগ। মিসবাহুল প্রতিবাদ করায় তার উপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে টিএমসিপির মিসবাহুল। পরে ছাত্র বন্ধুরাই নিয়ে যায় সামসি গ্রামীণ হাসপাতালে।
এদিন ভরদুপুরে সামসি কলেজের প্রবেশদ্বারে প্রহরী থাকা সত্যেও কিভাবে আগমন ঘটল বহিরাগতদের?এই প্রশ্নের উত্তর চেয়ে সরব হয় ছাত্র সংগঠন।ঘন্টা খানেক ধরে টিএমসিপির ছাত্র সংগঠন ধরনায় বসে থাকেন কলেজ প্রাঙ্গনে।প্রতিবাদের ফেটে পড়েন ছাত্ররা।পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের ধরনা স্থগিত করেন ছাত্ররা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন টিএমসিপি।অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল।
কলেজে ঢুকে বহিরাগতের দ্বারা পাঠরত ছাত্র আক্রান্তের ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল।কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সামসি এলাকার বাসিন্দারাও।ঘটনার কথা শুনে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় আক্ষেপ করে বলেন,এই ঘটনা মেনে নেওয়া যায়না।টিআইসির কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন তিনি।
গোটার ঘটনা ঘটে যাওয়ার পর সামসি কলেজের টিআইসি তপন বর্মন বলেন, সামসি কলেজের ঐতিহ্য বজায় রয়েছে।সুষ্ঠ পরিবেশে যারা জঘন্য কাজ করলেন তাদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হবে।তবে এদিন বহিরাগতের আক্রমনে পাঠরত ছাত্র রক্তাক্ত হওয়ায় বিমর্ষ হয়েছে টিআইসি।তিনি আরোও জানান,বহিরাগত ছাত্র কিভাবে কলেজে প্রবেশ করল তা নিয়ে প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct