আপনজন ডেস্ক: ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দলে নেই। চোটে পড়ে দল থেকে বাদ পড়েছেন পেসার মুহাম্মদ শামি। তার ওপর নেই আরও এক অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। আর মাঠের বাজে ফর্ম তো আছেই। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট।এমন একটা সময় অধিনায়কত্বের কাজটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল রাহানের কাছে।যদিও বক্সিং ডে টেস্টে প্রতিপক্ষকে সহজে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দিয়ে নিজের নামের প্রতি সুবিচার করলেন আজিঙ্কে রাহানে।দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা অধিনায়ক রাহানের জন্য ভালোই গেল। অস্ট্রেলিয়া টসে জিতে আগে ব্যাট করে ১৯৫ রানে গুটিয়ে যায়, যার কৃতিত্বটা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনররা রাহানের অধিনায়কত্বকে দিচ্ছেন।
ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ টুইটারে লিখেছেন, ‘দারুণ বোলিং পরিবর্তন ও বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজিয়েছেন রাহানে।’এর আগে ইশান্ত শর্মা রাহানের অধিনায়কত্বের এই দিকটার কথা তুলে ধরেছিলেন। অস্ট্রেলিয়ায় অধিনায়ক হিসেবে রাহানে ভালো করবেন, বিশ্বাস ছিল তাঁর। সেই মোতাবেক রাহানে ভারতীয় দলকে মেলবোর্নে অসাধারণ নেতূত্ব দিলেন।
মেলবোর্ন টেস্টে অধিনায়কের মুখ সাধারণত উজ্জ্বল করেন বোলাররাই। ভারতের বোলাররা আজ সেই কাজটিই করেছেন। দলের পরিকল্পনায় সাড়া দিয়েছেন দারুণভাবে। দিনের সেরা বোলার ছিলেন যশপ্রীত বুমরা। ৪ উইকেট নিয়েছেন। অভিষিক্ত পেসার মুহাম্মদ সিরাজও পরীক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ানদের। তবে চমক দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মেলবোর্নের প্রথম দিনের উইকেটে তিনি নেন ৩ উইকেটে। বোলাররাও পারফর্ম করেছে। অশ্বিন, বুমরা, সিরাজ দুর্দান্ত বোলিং করেছে। অস্ট্রেলিয়াকে প্রথম দিন ১৯৫ রানে আউট করা বড় অর্জন। এখন দায়িত্বটা ব্যাটসম্যানদের। তাদের প্রথম ইনিংসে লিড এনে দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct